কোচ তাঁকে যা বলেছিলেন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিত শর্মা ঠিক সেটাই করেছেন। অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাটে। তা-ও খুশি নন রোহিত। বৃহস্পতিবার ডাচদের হারানোর পর ভারত অধিনায়ক জানালেন, যে গতিতে অর্ধশতরান করেছেন, সেটা মোটেই পছন্দ হয়নি তাঁর। কোনও কারণও ব্যাখ্যা করেননি। অর্থাৎ ঠারেঠোরে বুঝিয়েছেন, অর্ধশতরান বিরাটোচিত হয়নি। রোহিত বলেছেন, “শুরুর দিকে আমারRead More →