‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে বুমরাহ, তাঁর উদ্দেশে গান গাইলেন মার্টিন, মঞ্চে ভারতীয় পেসারের জার্সি
2025-01-26
আমদাবাদে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে জসপ্রীত বুমরাহ। চোটের কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে তিনি। ভারতীয় পেসারকে সম্মান জানালেন ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিন। ব্রিটিশ ব্যান্ড মঞ্চে বুমরাহের জার্সি রেখে গানও গাইল। রবিবার বুমরাহকে উৎসর্গ করে গানও গাইলেন মার্টিন। মজা করা তাঁরা জানালেন, মাঠে বুমরাহ যখন ইংল্যান্ড দলকে ধ্বংস করে, তখন সেটাRead More →