তথ্য যাচাইয়ে ‘ইচ্ছাকৃত’ ভুল করলে রেয়াত নয় বিএলও-দের! পদক্ষেপ করার কথা জানিয়ে দিল সিইও দফতর
2025-12-04
এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ে ‘ইচ্ছাকৃত ভাবে’ ভুল করলে বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অন্য দিকে, ভুয়ো ভোটার চিহ্নিত করতেও সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ভুয়ো ভোটার ধরতে বৃহস্পতিবার থেকেই ইআরও-দের কাজ করতে হবে। ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের নতুনRead More →

