স্কুল চলাকালীনই ভেঙে পড়ে বিমান, ঢাকায় কত জন পড়ুয়া ধ্বংসস্তূপে আটকে, স্পষ্ট নয় এখনও! চলছে উদ্ধারের চেষ্টা
2025-07-21
তখনও স্কুল শেষ হয়নি। কোনও কোনও ক্লাসে চলছিল শেষ পিরিয়ড। বিকট শব্দ। তার পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একাংশ। প্রাথমিক ভাবে অনেকে বুঝতে পারেননি কী ঘটেছে! ঘটনাস্থলে এসে সকলে দেখেন, স্কুলভবনের একাংশের উপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান! শুধু তা-ই নয়, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্কুলভবনের ওই অংশটিকে। ঘটনাস্থলেই দগ্ধRead More →