অসামান্য সংগঠক, ভিশনারি আর্কিটেক্ট, রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেংড়ী-র প্রয়াণ দিবস আজ (১৪ ই অক্টোবর)। তাঁকে শ্রদ্ধা জানিয়েই প্রস্তুত নিবন্ধ — ক্যারিশ্মা ও ব্যক্তিপূজা বাদ দিয়ে সংগঠন জোরদার করতে হয়।
হরিদ্বারে BMS (ভারতীয় মজদুর সঙ্ঘ)-র প্রথম ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে। সেখানে দু’টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। কোনো নেতার নামে জয়জয়কার করা হবে না। BMS-এর কোনো সদস্য বা নেতার জন্মদিন পালন হবে না। এরপর উদয়পুরে BMS-র এক অধিবেশনে গেলেন প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ ঠেংড়ীজী। সেখানকার কার্যকর্তারা তাঁকে অত্যন্ত যত্ন করলেন। স্টেজে একRead More →