‘ড্রিম ইলেভেন’ সরলেও বোর্ডের তহবিলে এখন আরও বেশি টাকা! তবে জয় শাহের আইসিসি কমিয়ে দিল বরাদ্দ
2025-12-25
এ বছরের মাঝামাঝি ভারতীয় বোর্ডের মূল স্পনসরের দায়িত্ব থেকে সরে গিয়েছিল ‘ড্রিম ইলেভেন’ সংস্থা। তাতেও কোনও সমস্যা হল না বোর্ডের। গত অর্থবর্ষে লাভই করেছে তারা। সৌজন্যে দু’টি সংস্থার সঙ্গে চুক্তি। অ্যাপেক্স কাউন্সিলে যে হিসাব দেখানো হয়েছে, তাতে ‘অ্যাডিডাস’ এবং ‘অ্যাপোলো টায়ার্স’-এর সঙ্গে দু’টি আলাদা চুক্তি করে বোর্ডের লাভের পরিমাণ বেড়েছে।Read More →

