ডালখোলায় পুলিশের জালে দুই ছিনতাইকারী, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

 পুলিশের তৎপরতায় ধরা পড়লো দুই ছিনতাইকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই দুষ্কৃতীর নাম রকিবুল আলম এবং রাজকুমার সিংহ। তারা গোয়ালপোখর থানার পাঙ্গিপাড়ার গররা গ্রাম ও করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা মহম্মদপুর সংলগ্ন বাইপাস এলাকায় বাস ধরতে আসা শিক্ষিকার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়েRead More →