কুংস্কারের বলি গোটা পরিবার।  ডাইনি সন্দেহে পাঁচজনকে বেধড়ক মারধর করে পুড়িয়ে মারল গ্রামবাসীরাই! বেঁচে রইল শুধু এক শিশু। বিহারের পূর্ণিয়া নারকীয়া হত্য়াকাণ্ড।   পুলিস সূত্রে খবর, পূর্ণিয়া জেলার প্রত্যন্ত গ্রাম তেতগামা। দিন তিনেক আগেই এই গ্রামেরই বাসিন্দা রামদেব ওরাওঁ ছেলের মৃত্যু হয়। অসুস্থ ছিল সে। বাড়িতেই ঝাড়ফুঁক চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।Read More →