‘আমি কি রোহিত হয়ে গেলাম?’ টসের পর দল বলতে গিয়ে সতীর্থের নাম ভুলে গেলেন সূর্য, মনে পড়ল শুধু শর্মাকে!
2025-09-20
রোহিত শর্মার কথা মনে পড়ে গেল সূর্যকুমার যাদবের। ওমানের বিরুদ্ধে টসের পর দলে দুই বদলের কথা বললেও কারা ঢুকেছেন তাঁদের নাম মনে করতে গিয়ে সমস্যা হল ভারত অধিনায়কের। যাঁর বদলে সূর্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সেই রোহিতেরও ভুলোমন ছিল। তিনিও টসের পর সতীর্থদের নাম বলতে গিয়ে ভুল করতেন। তাইRead More →