জুম্মার নমাজের পরেই যুদ্ধের নিশান উড়িয়ে দিল ইরান, ‘ধর্মীয় রাজধানী’র মসজিদের চূড়ায় তোলা হল লাল পতাকা
2025-06-13
আবার জুম্মার নমাজের পর লাল পতাকা উড়ল জ়ামকারান মসজিদের চূড়ায়। শুক্রবার ইরানের ‘ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে পরিচিত কোম শহরের ওই মসজিদের (যা শিয়া ধর্মাবলম্বী ইরানের প্রধান মসজিদ হিসেবে পরিচিত) ওড়ানো হল লাল পতাকা। অতীতে বিভিন্ন সময় তেহরানের শাসকবর্গ শত্রুদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বেরRead More →