সাদা স্লিভলেস স্পোর্টস টি শার্ট। সাদা-কালো শর্টস। হাতে আঙুল-কাটা গ্লাভস। দু’বাহু জবজব করছে ঘামে। আলুথালু মাথার চুল। জিমন্যাশিয়ামে দেওয়াল জোড়া আয়নার সামনে বসে নিজস্বী (মিরর সেল্‌ফি) তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে তিনি সেই ছবি দিয়েছিলেন সমাজমাধ্যমে। সেটি ছিল সাদা-কালো ‘ফিল্টারে’ সম্পাদিত। সন্ধ্যায় আবার একই ছবি। তবে এ বার রঙিন। ছবিরRead More →