কবে পুরভোটের গণনা হবে, জানা যাবে চার পুরসভার ভবিষ্যৎ? দিনক্ষণ জানিয়ে দিল কমিশন
2022-01-29
বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি এই চার পুরসভায় ভোটের নয়া দিনক্ষণ আগেই জানিয়েছিল কমিশন। প্রথমদিকে ঠিক ছিল ২২শে জানুয়ারি পুরভোট হবে। পরবর্তী সময়ে কোভিড পরিস্থিতির জেরে পুরভোট পিছিয়ে দেয় কমিশন। নতুন দিন ঘোষণা হয়েছে ১২ই ফেব্রুয়ারি। এবার ভোট গণনার দিনও জানিয়ে দিল কমিশন।ট্রেন্ডিং স্টোরিজ কমিশন সূত্রে খবর, আগামী ১৪ই ফেব্রুয়ারিRead More →