জাতীয় গেমসে বাংলার পদকের ধারা অব্যাহত। মহিলাদের দলগত ইভেন্টের পর মঙ্গলবার উত্তরাখণ্ডে জিমন্যাস্টিক্সে আরও তিনটি রুপো জিতেছেন বাংলার মেয়েরা। তার ফলে বাংলার পদকের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে রুপো জিতেছেন রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ। ওমেন ট্রায়ো ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন প্রিয়াঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস ও স্নেহা মণ্ডল। দিনেরRead More →