শনিবার পঞ্জাবের বিরুদ্ধে শতরান করার পর একটি চিরকুট তুলে ধরে উচ্ছ্বাস করেছিলেন অভিষেক শর্মা। সেখানে সমর্থকদের উদ্দেশে বার্তা ছিল। ম্যাচের পর ট্রেভিস হেড জানিয়েছিলেন, ছ’টি ম্যাচে সেই চিরকুট পকেটে রেখে ঘুরছিলেন অভিষেক। সেই দাবি উড়িয়ে দিলেন হায়দরাবাদের ওপেনার। জানালেন, ম্যাচের দিক সকালেই সেই চিরকুটটি লিখেছিলেন। শনিবার সাংবাদিক বৈঠকে এসে হেডRead More →