মাল্য, চোক্সীদের থেকে বাজেয়াপ্ত কত সম্পদ? খতিয়ান পেশ করলেন নির্মলা
2024-12-18
আর্থিক অপরাধে অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে বলে বারবার মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করলেন, সারা দেশে এখনও পর্যন্ত বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্তদের ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কের কাছে ফেরানো হয়েছে। সেই তালিকায় বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোক্সী থেকে শুরুRead More →