বাংলাদেশের দু’টি পাঠ্যবইয়ে থাকা এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছে চিন। দেশটি অভিযোগ করেছে, ভুলভাবে এই মানচিত্রে তাদের জ্যাংনান ও আকসাই চিনকে যথাক্রমে ভারতের অরুণাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া বাংলাদেশ জরিপ অধিদফতরের ওয়েবসাইটেও এই একই মানচিত্র রয়েছে চিনের দাবি। জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে কূটনৈতিক একটিRead More →