চার বারের চ্যাম্পিয়ন শিয়নটেককে উড়িয়ে ফরাসি ওপেনের ফাইনালে সাবালেঙ্কা, অনামী বোয়াসঁর স্বপ্নের দৌড় থামালেন গফ
2025-06-06
হারলেন ‘লাল সুরকির রানি’। ২৬ ম্যাচ পরে ফরাসি ওপেনে কোনও ম্যাচ হারলেন ইগা শিয়নটেক। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও এলিনা রিবাকিনার বিরুদ্ধে ফিরেছিলেন শিয়নটেক। কিন্তু সেমিফাইনালে এরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে সেটা করতে পারেননি তিনি। শিয়নটেককে তাঁর পছন্দের কোর্টে হারালেন সাবালেঙ্কা। তিন সেটের লড়াই (৭-৬, ৪-৬, ৬-০) জিতলেন তিনি। তৃতীয় সেটে শিয়নটেককে দাঁড়াতেRead More →