খাঁচা পেতে বাগে আনার চেষ্টা, ঘেরা হল জাল দিয়ে! মৈপীঠের বাঘকে জঙ্গলে ফেরাতে মরিয়া বনকর্মীরা
2025-01-13
রবিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। গ্রামবাসীরা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তার পরই খবর যায় বন দফতরে। বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। তাঁদের দাবি, লোকালয় লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে বাঘ। জঙ্গলের সেই অংশ ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে নাইলনেরRead More →