নিধি, সমান্থার পরে এ বার অমিতাভ! গুজরাতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন বর্ষীয়ান অভিনেতা
2026-01-09
দিনকয়েক আগেই তেলুগু ছবির জনপ্রিয় নায়িকাকে ঘিরে ধরে থিকথিকে ভিড়। নিজের আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন নিধি আগরওয়াল। ঘটনার নিন্দা করা হয় বিভিন্ন মহলে। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় সমান্থা রুথ প্রভু ও থলপতি বিজয়ের সঙ্গেও। এ বার উন্মত্ত অনুরাগীদের আচরণে রীতিমতোRead More →

