অতিমারী ও মন্দার ধাক্কায় দিশেহারা দেশ! পদত্যাগ করলেন ইটালির প্রধানমন্ত্রী
2021-01-27
পদত্যাগ করলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী (Prime Minister) গিউসেপ্পে কন্তে (Giuseppe Conte)। সোমবারই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই সরে দাঁড়াতে হল তাঁকে। একে অতিমারী (Pandemic), তার উপরে দেশজুড়ে অর্থনৈতিক মন্দা। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগে ঘোর রাজনৈতিক অনিশ্চয়তায় মধ্যে পড়তে হল ইটালিকে।Read More →