মিটার ‘ত্রুটিপূর্ণ’! আগেই সেই মর্মে নোটিস পেয়ে গিয়েছিল বর্ধমানের আদক পরিবার। অভিযোগ, বার বার বলা সত্ত্বেও মিটার সারিয়ে দেননি কর্তৃপক্ষ। উল্টে আচমকা তাঁদের বাড়িতে যে বিদ্যুতের বিল এসেছে, তা দেখে মাথায় হাত পড়েছে পরিবারের সকলের। ৬ জুনের মধ্যে বিদ্যুতের বিল বাবদ ৬২ হাজার ২৯১ টাকা দিতে বলা হয়েছে ওই পরিবারকে।Read More →