কয়েক মাস আগেই জম্মুর বিমানবন্দরে হানা দিয়েছিল ড্রোন, ঘটেছিল বিস্ফোরণ। এরপর ঝিলাম দিয়ে পার হয়েছে বহু জলরাশি। ড্রোন ঘিরে ভারতের প্রতিরক্ষা বিভাগে এসেছে আরও আঁটোসাটো ব্যবস্থা। তবে তারই মাঝে বুধবার জম্মুর আকাশে ফের একবার পাকিস্তানি ড্রোনের আনাগোনা দেখা গেল। জম্মুর আরনিয়া সেক্টরে ড্রোনের দেখা মিলতেই তাকে তাক করে বিএসএফ। পাকিস্তান-ভারতেরRead More →