খারাপ পিচের জেরে বন্ধ রেলওয়েজ-পঞ্জাব রঞ্জি ম্যাচ, অবশিষ্ট খেলা অন্য ২২ গজে

দিল্লির কর্নেল সিং স্টেডিয়ামে পঞ্জাব এবং রেলওয়েজের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচটি পিচের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, বিপজ্জনক পিচের কারণে পঞ্জাব ব্যাটিং করতে রাজি হয়নি। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারের পরে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮ রান। এর পরেই মনদীপ সিংয়ের নেতৃত্বাধীন দল বিপজ্জনক পিচের দাবি তুলেRead More →