প্রথম গর্ত থেকে তখনও ভেসে আসছিল হইচই। দ্বিতীয় গর্তে এ বার হেলমেট মাথায় উঠে দাঁড়ালেন তিনি। চশমা চোখে, দোহারা চেহারা। হেলমেট ছাপিয়ে লম্বা চুল। আরে, ইনি তো মহিলা! গুজরাতের লাজগঞ্জ এলাকার মরুভূমি। সেখানেই খোঁড়া হয়েছে ১৬ বাই ৬ ফুটের দু’টি লম্বা গর্ত। পুণের ডেকান কলেজ থেকে প্রত্নতাত্ত্বিক ও নৃতত্ত্ববিদদের এইRead More →