পঞ্চমীতেই মানুষের ঢল প্যান্ডেলে প্যান্ডেলে! সিপি বললেন, কোথাও অনিয়ম হলে দায়ী থাকবেন উদ্যোক্তারাই
2025-09-28
পঞ্চমী থেকেই ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখার ধুম। লাইন করে প্রতিমাদর্শনে ঢুকছেন সকলে। কখনও আবার মণ্ডপসজ্জা দেখতে কয়েক মিনিট দাঁড়াচ্ছেন। তুলছেন ছবি, নিজস্বী। সেই আবহেই ভিড় নিয়ন্ত্রণ নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। জানালেন, কোথাও কোনও অনিয়ম হলে দায়ী থাকবেন উদ্যোক্তারাই। মনোজের বক্তব্য, পুজোরRead More →