বিজেপির দাবি, দিল্লি সরকারের আরও চারটি বাড়ির জমি ‘দখল’ করে ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোর সঙ্গে মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তৈরি করিয়েছিলেন নিজের বাসস্থান ‘শিশমহল’। ‘দখল’ করা সেই জমি এবং বাড়ি বিচ্ছিন্ন করে আবার সরকারি কাজেই ব্যবহার করা হোক। দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট জেনারেল) ভিকে সাক্সেনাকে চিঠি দিয়ে এমনটাই জানালেনRead More →