কেজরীওয়ালকে লক্ষ্য করে ‘জল’, আপের সন্দেহ ‘অ্যাসি়ড’! হুলস্থুল দিল্লিতে
2024-11-30
পদযাত্রা চলাকালীন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এক ব্যক্তি তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরীওয়ালকে লক্ষ্য করে জল ছুড়েছেন। তবে আপের অভিযোগ, তাদের নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। অভিযোগের তির বিজেপির দিকে।Read More →