ছাব্বিশের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ‘ক্যাপ্টেন’। দলের রাজ্য় সভাপতির পদে এবার শমীক ভট্টাচার্য। ‘দীর্ঘদিনের বন্ধু ও লড়াইয়ের সঙ্গী’-কে শুভকামনা জানালেন সদ্য প্রাক্তন সুকান্ত মজুমদার। তাঁর অঙ্গীকার, ‘লড়াইয়ের ময়দানে কারও অংশগ্রহণে এতটুকু খামতি থাকবে না আগামীতে। আগামী বিধানসভা নির্বাচন হয়ে উঠবে পশ্চিমবঙ্গের জন্য় আরও একটি স্বরাজের লড়াই। আঁধার মুছে আলো ফেরানোরRead More →