ডার্বির ঘোর বোধহয় এখনও কাটেনি সবুজ-মেরুন সমর্থকদের। ১-০ পিছিয়ে পড়ার পর কিয়ান নাসিরির গোলশোধ। তার পর আবার ডেভিড উইলিয়ামসের পেনাল্টি মিস। নিশ্চিত ড্র হতে চলা ম্যাচে ইনজুরি টাইমে কিয়ানের ডাবল ধামাকা। সেখান থেকে ৩-১ ডার্বি জয়। সবটাই যেন এখনও রূপকথার গল্পের মতোই লাগছে বাগান সমর্থকদের কাছে। কিন্তু নায়ক হয়ে ওঠারRead More →