বড় সাফল্য, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে নিকেশ তিন জঙ্গি
2020-06-21
জঙ্গি দমনে বড়সড় সাফল্য। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে নিকেশ তিন জঙ্গি ।রবিবার সকালে গোপন সূত্র থেকে খবর পেয়ে শ্রীনগরের (Srinagar) শহরতলীতে জাদিবলে যৌথ অভিযান চালায় সিআরপিএফের কুইক অ্যাকশন টিমের ১১৫, ২৮ নম্বর ব্যাটালিয়ন এবং জম্বু কাশ্মীর পুলিশের স্পেসাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সামরিক পরিভাষা এই ধরনের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশন বলা হয়। গোটা এলাকাটি ঘিরেRead More →