কার্শিয়াঙের জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, রাজ্যে এই প্রথম বার!
2026-01-08
রাজ্য বন দফতরের জন্য বছরের শুরুতেই খুশির খবর। পাহাড়ি জঙ্গলে প্রায়ই দেখা মিলছিল কালো চিতাবাঘের। এ বার শৈলরানির জঙ্গলে দেখা মিলল কালো হরিণের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কার্শিয়াং বনবিভাগের ডাউহিল ফরেস্টে ওই কালো হরিণের দেখা মিলেছে। বন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় ১০ লক্ষ হরিণের মধ্যে এমন একটিRead More →

