কারফিউর মতো কড়াকড়ি ভূস্বর্গে, জম্মু-কাশ্মীরে মৃত্যু আরও ৩০ জনের

ঈদের আনন্দে মেতে উঠেছে কাশ্মীর উপত্যকা। কিন্তু, এখন তো আনন্দ করার সময় নয়, করোনাকে হারানোর সময়, সেটা হয়তো ভুলে গিয়েছিলেন কাশ্মীরের মানুষজন। প্রশাসন একটু ঢিলেমি দিতেই, করোনা-বিধিকে উপেক্ষা করেই চলছিল কেনা-বেচা। ঘোরাঘুরি চলছিল অবাধে, তাই বুধবার কঠোর হল জম্মু ও কাশ্মীর প্রসাশন। এদিন সকাল থেকেই কারফিউর মতো কড়াকড়ি ছিল ভূস্বর্গে।Read More →