কাজে দিল না মুখ্যমন্ত্রী ভূপেশের ‘জনমোহিনী’ অঙ্ক, পাঁচ বছর পরেই ছত্তীসগঢ় ফিরল ‘মোদীত্বে’

ঠিক পাঁচ বছর আগে এমনই এক ডিসেম্বরে তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে ‘সুখবর’ এসেছিল রায়পুর থেকে। টানা দেড় দশকের বিজেপি শাসনের ইতি টেনে ছত্তীসগঢ়ের বিধানসভা ভোটে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস। কিন্তু পাঁচ বছরের মাথাতেই মধ্যপ্রদেশে ভেঙে গঠিত জনজাতি অধ্যুষিত রাজ্যে মুখ থুবড়ে পড়়ল তারা। জেতা এবং এগিয়ে থাকার প্রবণতাRead More →