কাজ়াখস্তানের ঝলসানো বিমান থেকে ৩ শিশু-সহ ২৭ জনকে জীবিত উদ্ধার! কেন ব্যর্থ জরুরি অবতরণ?
2024-12-25
কাজ়াখস্তানে ভেঙে পড়া বিমান থেকে ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কাজ়াখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়েছে আজ়ারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বিমানে মোট ৬৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬২ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী।Read More →