ঘূর্ণিঝড়ের তান্ডব, কাঁকসার কোটালপুকুরে ভেঙ্গে পড়ল পোল্ট্রি ফার্ম
2023-06-08
তীব্র দাবদহ। তারমধ্যে ভরদুপুরে আচমকা ঘূর্নি ঝড়ের তান্ডব। আর তার প্রভাব পড়ল কাঁকসার বনকাটি অঞ্চলে। বুধবার দুপুর দুটো নাগাদ আচমকা ঝড় ওঠে অজয় নদী তীরবর্তী বনকাটি, কোটালপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, “এদিন দুপুর নাগাদ আচমকা একপশলা বৃষ্টির সঙ্গে ঝড় ওঠে। মুহূর্তে সব যেন লন্ডভন্ড হয়ে যায়। গ্রামের কয়েকটি মাটির বাড়িরRead More →