করোনা নিয়ে তদন্ত চায় বহু দেশ, চাপে পড়ে চিনে আন্তর্জাতিক দল পাঠাচ্ছে WHO

অনেক দেশই চাইছে করোনার (COVID-19) উৎস নিয়ে তদন্ত হোক। ইউহানের ল্যাবরেটারি থেকেই এই মারণ ভাইরাসের উৎস, নাকি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এই সত্যি প্রকাশ্যে আসুক। চিনের বিরুদ্ধে তদন্তের এই দাবি বহুদিন ধরেই উঠছিল। এতদিন কোনও না কোনও অজুহাতে তা আটকে দিচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার আর নয়। চাপ বাড়ার ফলেRead More →