করোনায় মৃত্যু হলেও আজীবন বেতন পাবে কর্মীর পরিবার! মানবিক সিদ্ধান্ত টাটা স্টিলের

করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে কোনও কর্মী মারা গেলেও তাঁর বেতন বন্ধ হবে না। মাসে মাসে বেতন পাবে তাঁর পরিবার। এমনই ঘোষণা করল টাটা স্টিল (Tata Steel)। অতিমারী আবহে সংস্থার কর্মী ও তাঁদের পরিবারকে নিরাপত্তা দিতে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করল তারা। কয়েকদিন আগেই এমন পদক্ষেপ করেছিল বোরোসিল। জানিয়ে দিয়েছিল, সংস্থারRead More →