একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত চহল, কয়েক সপ্তাহ ক্রিকেটের বাইরে ভারতীয় স্পিনার
2025-12-19
অসুস্থ যুজবেন্দ্র চহল। একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়া হয়েছে তাঁর। অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন চহল। আবার কবে ক্রিকেটে ফিরবেন তা জানাননি তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে ডানহাতি স্পিনারকে। ৩০ নভেম্বর শেষ বার হরিয়ানার হয়ে খেলেছিলেন চহল। তার পর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেননিRead More →

