রাজ্যে পারদপতনের পূর্বাভাস, কতটা নামবে তাপমাত্রা? কুয়াশা নিয়ে জারি সতর্কতা
2024-12-09
পশ্চিমবঙ্গে ঠান্ডার আমেজে বাদ সেধেছিল নিম্নচাপ। তবে রাজ্যে রাতের তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী ২৪ ঘণ্টা তা একই থাকবে। তার পর পারদপতন হবে গোটা রাজ্যে। আপাতত উত্তর থেকে দক্ষিণ, কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ঘন কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরRead More →