এ বার থেকে শনি-রবিবারও মিলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, কখন থেকে শুরু পরিষেবা
2025-09-10
এ বার থেকে শনি এবং রবিবারও মিলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)-এর পরিষেবা। আগামী শনিবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকেই এই সুবিধা পাবেন যাত্রীরা। আপাতত প্রত্যেক শনিবার ৪৪টি (আপ এবং ডাউন উভয় লাইনে ২২টি করে) মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবার মিলবে ৪০টি (আপ এবং ডাউনে ২০টি করে) পরিষেবা। সপ্তাহান্তের দু’দিনই ইয়েলোRead More →