তদন্ত কমিটির শো কজ়ের জবাব দিল ইন্ডিগো! এ বার কি সংস্থার সিইও-কে তলব করতে চলেছে ডিজিসিএ?
2025-12-08
বিপদ বাড়বে কি ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের? সূত্রের খবর, তাঁকে আগামী বুধবার তলব করা হতে পারে। ইন্ডিগো-বিপর্যয় সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খুঁজতেই তলব করা হতে পারে তাঁকে। শুধু পিটারকে একা নয়, ইন্ডিগোর চিফ অপারেটিং অফিসার (সিওও) ইসিদ্রে পোরকেবারকে তলব করার সম্ভাবনা রয়েছে, এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।Read More →

