এখনও সঙ্কটজনক অবস্থা মেদিনীপুরের তিন প্রসূতির। কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন তাঁরা। এঁদের মধ্যে মাম্পি সিংহ এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য দুই প্রসূতি মিনারা বিবি এবং নাসরিন খাতুনকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে। রেখা সাউ, মামনি রুইদাস, মাম্পি, মিনারা ও নাসরিন— এই পাঁচ প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজRead More →