রবিবার কি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন পাকিস্তানে অধিনায়ক সলমন আলি আঘা? এশিয়া কাপে পাক অধিনায়কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনুশীলনে সলমনকে দেখে এই সংশয় তৈরি হয়েছে। ‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের অনুশীলনে থাকলেও অনুশীলন করেননি সলমন। তাঁর ঘাড়ে একটি ব্যান্ডেজ বাঁধা ছিল। ওয়ার্ম আপ থেকেRead More →