মাঝ-আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! জাপানের টোকিয়ো সংলগ্ন হানেদা থেকে দিল্লিগামী একটি বিমান অবতরণ করল কলকাতায়। বিমানের কেবিনে হঠাৎ গরম লাগতে শুরু করেছিল। সেই কারণেই সাবধানতার জন্য বিমানটিকে কলকাতায় অবতরণ করানো হয়। যদিও যাত্রীদের দিল্লিতে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানটির কেবিনেRead More →