Dilip Ghosh, Midnapur, এবার রামনবমীতে পুলিশ বাধা দিলে থানা ঘেরাও হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের
2025-03-28
আজ খড়্গপুর শহরের ধোবিখাট এলাকায় আখড়া প্রস্তুতির মহড়াতে উপস্থিত হন দিলীপ ঘোষ। প্রথমে ভগবান শ্রীরাম চন্দ্র ও হনুমানকে পুজো দেন। তারপর আখড়া গুরুদের নিজের হাতে সম্মান জানান বিজেপি নেতা। এর পাশাপাশি নিজে লাঠি হাতে মহড়া প্রদর্শন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না।Read More →