ভাড়া চাইলে অয়ন বলতেন, কিনে নেব! ফ্ল্যাটমালিকের খেদ, ‘ভালবাসতাম, এখন দেখছি ছেলেটা চিটিংবাজ’
2023-03-20
আখন বাজার দত্ত এলাকার সুপার মার্কেট। হুগলির চুঁচুড়ার প্রাণকেন্দ্র ওই এলাকা। এখানেই একটি ফ্ল্যাটে ভাড়া করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীল। যদিও ভাড়া এক টাকাও দেননি। ফ্ল্যাটের মালিক ভাড়া চাইলেই নাকি অয়ন শোনাতেন তাড়াতাড়ি ওই ফ্ল্যাটটি কিনে নেবেন। তখন এক সঙ্গে ভাড়ার টাকাও দেবেন। অয়নের গ্রেফতারির পর বৃদ্ধ ফ্ল্যাটমালিকRead More →