ম্যাঞ্চেস্টারে নজির গড়লেন জো রুট। টেস্টে সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন তিনি। এক দিনেই রাহুল দ্রাবিড়, জাক কালিস ও রিকি পন্টিংকে টপকে গেলেন ইংল্যান্ডের ব্যাটার। তাঁর সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে শতরান করে নজিরও গড়েছেন রুট। ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে নামার সময় রুটের রান ছিল ১৩,২৫৯। তখনRead More →