নিউ দিল্লির কারিয়াপ্পা ময়দানে এনসিসির অনুষ্ঠানে শুক্রবার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতি এনসিসির সদস্যদের অবদানের প্রশংসা করেন তিনি। সীমান্ত এলাকায় লক্ষাধিক নতুন ক্যাডেট তৈরির ব্যাপারেও এদিন জানিয়েছেন মোদী। ক্যাডেটদের সঙ্গে কথা বলার সময় মোদী ফিরে যান সেই পুরানো দিনে। প্রধানমন্ত্রী বলেন, এনসিসিতে প্রশিক্ষণ নেওয়ার সময় ও সেই সময়Read More →