অখণ্ড ভারতের স্বপ্ন, বিবেকানন্দ শিলা,একনাথ রাণাডে এবং একটি ডাকটিকিট।
2026-01-14
স্বামীজি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন,যে স্বপ্নের সাধনা করেছিলেন ঋষি অরবিন্দ।ডাইনে-বামে-পশ্চাতে ঢেউ আর ঢেউ,অগণিত অনন্য;সামনে মহান ভারতবর্ষ;তারই দু’প্রান্তে মহাসাগরের বুকে মিশে যেতে চায় সাগর আর উপসাগর — অনাদি কাল থেকে তাদের অভিসার যাত্রা। ১৮৯২ সালের ২৫ শে ডিসেম্বর;আকাশের এক তারা এসেছেন মত্যসাগরের ত্রিকোণ প্রেমের জলধারায় নীলকর দিয়ে।সুনীল জলধি থেকে সন্তানসম ভারতবর্ষেরRead More →

