একদিকে বাম-কংগ্রেস, একদিকে মমতা—আব্বাস আছেন মাঝখানে

আসন্ন নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গ তপ্ত। অবশ্য তাপ যে আগুন ঝরাবে সে ইঙ্গিতও ভাসছে হাওয়ায়। উঠেছিলাম সেলিম শেখের অ্যাপ ক‍্যাবে। কথায় কথায় সেলিম বললেন, “আব্বাসভাইজান মমতার সঙ্গেই আছে। আলাদা দল পাকাচ্ছে ফুরফুরার জন্য”। অর্থাৎ ফুরফুরা শরীফের হয়ে দর কষাকষি করার ক্ষমতা বাড়াতেই আব্বাস সিদ্দিকির আলাদা রাজনৈতিক দলের পরিকল্পনা। এ রাজ্যের হাওয়ারRead More →